বাস্তবে দেখা গেল বঙ্গবন্ধুর মত এক ব্যাক্তিকে বিস্তারিত পড়ুন
হঠাৎ দেখে যে কেউ ভড়কে যাবেন। মনে হবে হেঁটে যাচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু। চেহারাও অবিকল তার মতোই। পোশাক-আশাক পরেন একই। নাম আরুক মুন্সি। সরাসরি রাজনীতিতে যুক্ত না থাকলেও বঙ্গবন্ধুকে মনে প্রাণে ধারণ করেন তিনি। শুধু তাই নয়, কৌতুহলে তার সাথে ছবিও তোলেন অনেকে। জাতির জনকের একনিষ্ঠ ভক্ত আরুক মুন্সী। সুযোগ পেলেই ছুটে যান টুঙ্গিপাড়ায়, যেখানে কেটেছে বঙ্গবন্ধুর শৈশব-কৈশোরসহ জীবনের লম্বা সময়। বঙ্গবন্ধুর সাথে তার চেহারার মিল এতটাই যে, হঠাৎ করে দেখলে যে কেউ বিভ্রান্ত হবেন। বিশেষ করে যখন তিনি বঙ্গবন্ধুর মতো পোশাক পরে বের হন, তখন তাকে ঘিরে ধরে সাধারণ মানুষ। গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার প্রত্যন্ত গ্রামে জন্ম নেয়া আরুক মুন্সি চাকরি করেন ঢাকার একটি প্রতিষ্ঠানে। জাতির জনকের সোনার বাংলায় নানা অনিয়ম আর অনাচার তাকে কষ্ট দেয়। তারপরও স্বপ্ন দেখেন, বঙ্গবন্ধু কন্যার হাত ধরে দেশ আরও এগিয়ে যাবে।