বাবার লাগাতার ধর্ষণে ৩ বার গর্ভবতী মেয়ে, সব জেনেও ভয়ে চুপ মা
বাবার যৌন নিগ্রহে নাবালিকা কন্যা গর্ভবতী হয়েছে তিনবার। দু বার জোর করে গর্ভপাত করানো হয়। এখন ১৯ বছরের মেয়েটি ২ মাসের সন্তানের মা। আর সবকিছু জেনেও স্বামীর ভয়ে দিনের পর দিন সব মুখ বুজে সয়ে গিয়েছেন মেয়েটির মা
হাইলাইটস
- যৌন হিংসার পৈশাচিক এক ঘটনা প্রকাশ্যে এল। স্থান উত্তরপ্রদেশের ফিরোজাবাদ।
- ৬ বছর ধরে নিজের মেয়েকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে।
- বাবার লালসায় নাবালিকা কন্যা গর্ভবতী হয়েছে তিনবার। দুটি ক্ষেত্রে জোর করে তাকে গর্ভপাত করানো হয়।
ফিরোজাবাদের নাগলা পনসাহায় গ্রামের ঘটনা। শুক্রবার গভীর রাতে বিষয়টি সামনে আসে। সিনিয়র সাব-ইনস্পেক্টর হরিশ জানিয়েছেন, 'মেয়েটি সন্তানের জন্ম দেওয়ার পর জানায় সেই সন্তানের বাবা তাঁরই বাবা। এরপরই তড়িঘড়ি ছোট একটি অনুষ্ঠান করে মেয়েটিকে তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে বিয়ে দিয়ে দেয় অভিযুক্ত। দিন কয়েক আগে মেয়েটি কিছুদিনের জন্য এসেছিল বাপের বাড়িতে। সেই সময় ফের তাঁকে যৌন নিগ্রহের চেষ্টা করে তাঁর বাবা। তবে এ বার মেয়েটি প্রতিরোধ গড়ে তোলেন ও ১০০ ডায়ালে ফোন করে পুলিশে খবর দেন।'
প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে, গোটা ঘটনার বিষয়ে অবগত নন মেয়েটির স্বামী। তবু তিনি মেয়েটিকে ও তাঁর সন্তানকে গ্রহণে সম্মত হয়েছিলেন। অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে পুলিশ। মেয়েটির মেডিক্যাল পরীক্ষা-নীরিক্ষা করা হচ্ছে
Comments