নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারলেও কী সেমি ফাইনালে যেতে পারবে ভারত, কি বলছে অঙ্ক?
গত রবিবার নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হারের ফলে এই মুহূর্তে নিউজিল্যান্ড ম্যাচ মরণ-বাঁচন যুদ্ধে পরিণত হয়েছে ভারতের জন্য। কার্যত আজকের ম্যাচই নির্ণয় করবে সেমিফাইনালের লড়াইয়ে ভারত আদৌ টিকে থাকতে পারবে কিনা। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ইতিহাস যথেষ্ট খারাপ, তবে আজ সেই রেকর্ড বদলাতে মরিয়া থাকবে বিরাট বাহিনী। কিন্তু যদি আজকের ম্যাচ হেরে যায় ভারতীয় দল সেক্ষেত্রে সেমিফাইনালের স্বপ্ন কি একেবারেই শেষ হয়ে যাবে বিরাটদের?
ভারত যদি আজকের ম্যাচ হেরে যায় সেক্ষেত্রে এই গ্রুপে দ্বিতীয় স্থানের জন্য তৈরি হবে তিনজন দাবিদার। একদিকে যেমন থাকবে নিউজিল্যান্ড-ভারত তেমনি অন্যদিকে থাকবে আফগানিস্তানও। নিজেদের প্রথম দুই ম্যাচেই আফগানিস্তান বুঝিয়ে দিয়েছে নিজেদের দিনে যে কাউকে সমস্যার মুখে ফেলতে পারে তারা। এখন ভারত যদি নিজেদের বাকি তিন ম্যাচ জেতে এবং আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে পয়েন্ট টেবিলের খেলা রীতিমতো জমে যাবে।
কারণ সেক্ষেত্রে ভারত-নিউজিল্যান্ড এবং আফগানিস্তান তিনটি দলই থাকবে ৬ পয়েন্টে। এক্ষেত্রে স্কটল্যান্ড, নামিবিয়াকে বাদ দিলেও মূলত শুরু হয়ে যাবে নেট রানরেটের খেলা। সে ক্ষেত্রে নেট রান রেটে যে দল সবথেকে আগে থাকবে তারাই পৌঁছাবে বিশ্বকাপের মূল পর্বে। যদিও সে ক্ষেত্রে লড়াইটা যে অনেক বেশি কঠিন হয়ে পড়বে ভারতের জন্য এ নিয়ে কোন সন্দেহ নেই, আর তাছাড়া তাদের নির্ভর করতে হবে নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের জেতা হারার উপরেও।
Comments