জরীরি নিয়োগ ১০০% চাকরি হবে

নিয়োগ''''''''''''নিয়োগ'''''''''''''নিয়োগ'''''''''''নিয়োগ''
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত
(এস এস এস প্রাইভেট লিমিটেড) কোম্পানিতে স্থায়ীভাবে দেশী বিদেশী প্রতিষ্ঠানে কাজের জন্য বেশ কিছু সংখ্যক পুরুষ/নারী নিয়োগ করা হবে।পদের নাম
১. রিক্রুটিং অফিসার
*যোগ্যতা: BA/HSC
*বেতন:১৫,০০০/১৬,৫০০টাকা
*ডিউটি: ১২ ঘন্টা।
২. অফিস সহকারি
*যোগ্যতা : HSC/SSC
*বেতন: ১৩,০০০/১৫,০০০ টাকা
*ডিউটি: ১২ ঘন্টা।
৩. সহকারি সুপার ভাইজার
*যোগ্যতা : JSC/SSC
*বেতন: ১০,৫০০/১১,০০০ টাকা
*ডিউটি: ১২ ঘন্টা।
৪. সিকিউরিটি গার্ড
*যোগ্যতা : JSC/PSC
*বেতন: ৯,৫০০/১০,৫০০ টাকা
*ডিউটি: ১২ ঘন্টা।
কাজের লোকেশনঃ- ঢাকা ।
সরাসরি:: 01408483142
★★★সুবিধাসমূহ ★★★
১। থাকা ফ্রি
২। খাওয়ার সু-ব্যবস্থা
৩। কর্মদক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদ মর্যাদা বাড়ানো হবে।
৪। ওভার টাইমের ব্যবস্থা আছে।
৫। দুই ঈদ বোনাস ও প্রয়োজনে ছুটি প্রদান করা হবে।
৬। হাজিরা বোনাস।
=======প্রয়োজনীয় কাগজপত্র =======
১। ভোটার আইডি কার্ড / জন্মসনদের কপি
২। চেয়ারম্যান সার্টিফিকেট
৩। পাসপোর্ট সাইজ ছবি
৪। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
*******চাকরির জন্য কোন প্রকার ঘুষের প্রয়োজন নাই****
আগ্রহী প্রার্থীগন ফোন করে যোগাযোগ করতে হবে অথবা সরাসরি অফিসে আসতে হবে।
★★★★ ডিফেন্স অবসর প্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে বেতন ও সুবিধা সমূহ আলোচনা সাপেক্ষ★★★★
ম্যানেজার:✆ 01408483142
অফিস :  কুড়িল চৌরাস্তা,যমুনা, খান ভিলা ভবন, ঢাকা

Comments

Popular posts from this blog

SSC result মার্কশিট সহ দেখার নিয়ম

ব্রণ থেকে চিরতরে মুক্তির উপায়

Narration শেখার সহজ নিয়ম ,১০ মিনিটে শিখে ফেলুন