প্রেমকে সফল করতে জানুন কিছু কোশল

সদ্য কারো প্রেমে পড়েছেন? আপনি নিশ্চিতভাবেই এই সম্পর্ককে স্থায়িত্ব দিতে চাইছেন। কিন্তু কীভাবে এগোবেন বুঝতে পারছেন না।

জেনে নিন ২টি টিপস যা আপনার প্রেমকে সফল করতে সাহায্য করবে।

১. প্রথমেই ভালো বন্ধু হন :
যেকোনো সম্পর্কের ভিত্তি গড়তে হলে শক্ত ভিত করতে হবে। একে অপরকে ভালো করে জানা ও বোঝা, অনুভূতির আদান-প্রদান করা এবং চিন্তা-চেতনায় অনুভব করা ইত্যাদির উন্মেষ ঘটানো দরকার। দুজনের মধ্যে কোনো প্রকার দ্বিধা-দ্বন্দ্ব আসতে দেওয়া যাবে না।

২. মাঝে মধ্যে দেখা করুন :
সম্পর্ক চলমান থাকলে সব সময় মন চায় তার সঙ্গে সময় কাটাতে। কিন্তু মনে রাখবেন, প্রথম প্রথম দুজনের মধ্যে কিছুটা ব্যবধান রাখা জরুরি। বুঝতে দিবেন না যে, আপনি অতিমাত্রায় আগ্রহী বা অস্থির। তা ছাড়া দূরত্ব থাকলে সম্পর্ক রোমাঞ্চকর হয়ে ওঠে।

Comments

Popular posts from this blog

SSC result মার্কশিট সহ দেখার নিয়ম

ব্রণ থেকে চিরতরে মুক্তির উপায়

Narration শেখার সহজ নিয়ম ,১০ মিনিটে শিখে ফেলুন