এইচ এস সি পরীক্ষার রুটিন 2019 প্রকাশিত হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে তাদের ওয়েবসাইটে এবং শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে গত ২৪শে ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে এইচএস সি রুটিন ২০১৯। এছাড়া আলিম পরীক্ষার রুটিন ২০১৯প্রকাশ করবে মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং ডিআইবিএস পরীক্ষার রুটিন ২০১৯ প্রকাশ করবে কারিগরি শিক্ষা বোর্ড । ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেরwww.dhakaeducationboard.gov.bdএর মাধ্যমে ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচী (এইচ এস সি রুটিন ২০১৯) প্রকাশ করে থাকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০১৯ অনুযায়ী এইচ এস সি পরীক্ষা ২০১৯, আলিম পরীক্ষা ২০১৯ এবং ডি আই বি এস পরীক্ষা২০১৯ একযোগে শুরু হবে আগামী ১লা এপ্রিল ২০১৯। আপনি যদি এইচ এস সি পরীক্ষার রুটিন 2019 খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারন এইচ এস সি রুটিন প্রকাশিত হবার সাথে সাথে আমাদের ওয়েবসাইট lhaliton.bologgspot.com এর মাধ্যমে আপনাদের জানিয়ে দিয়ে থাকি।
এইচ এস সি পরিক্ষার রুটিন দেখুন
এইচ এস সি পরীক্ষার সময়সূচি ২০১৯ তে বলা হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার কক্ষে গিয়ে বসতে হবে। প্রথমে প্রশ্নপত্রের এমসিকিউ অংশ ও পরে সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না বলে এইচ এস সি রুতিন ২০১৯ এ বলা হয়েছে।
এইচ এস সি রুটিন ২০১৯, আলিম রুটিন ২০১৯ এবং ডিআইবিএস রুটিন ২০১৯ কবে প্রকাশিত হবে?
প্রতি বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষা, আলিম পরীক্ষা এবং ডি আই বি এস পরীক্ষা শুরু হবার ২ থেকে ৩ মাস পূর্বে এইচএসসিরুটিন, আলিমরুটিন এবং ডিআইবিএস রুটিন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করে থাকে। এবছর ও এইসএসসিরুটিন ২০১৯, আলিম পরীক্ষার রুটিন ২০১৯ এবং ডিআইবিএস পরীক্ষার রুটিন ২০১৯প্রকাশিত হয় গত ২৪শে ফেব্রুয়ারি ২০১৯ তারিখে ।
কবে হবে এইচ এস সি পরীক্ষা ২০১৯, আলিম পরীক্ষা ২০১৯ এবং ডিআইবিএস পরীক্ষা ২০১৯ ?
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডেরঅধীনে এসএসসি পরীক্ষা ২০১৫ শুরু হয় ১লা ফেব্রুয়ারী ২০১৫ সালে, এসএসসি পরীক্ষা ২০১৬ শুরু হয় ১লা ফেব্রুয়ারী ২০১৬ সালে, এসএসসি পরীক্ষা ২০১৭ শুরু হয় ১লা ফেব্রুয়ারী ২০১৭ সাল, এসএসসি পরীক্ষা ২০১৮ শুরু হয় ১লা ফেব্রুয়ারী ২০১৮ সালে, আর এবছর এসএসসি পরীক্ষা ২০১৯ শুরু হবে আগামী ২রা ফেব্রুয়ারী, ২০১৯ রোজ শনিবার। কারন এবছর ১লা ফেব্রুয়ারী পড়েছে শুক্রবার। এছাড়া দাখিল পরীক্ষার রুটিন ২০১৯ প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং এস এস সি ভোকেশনাল পরীক্ষার রুটিন ২০১৯ এবং দাখিল ভোকেশনাল পরীক্ষার রুটিন ২০১৯ প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড ।
হ্যালো বন্ধুরা নিশ্চই সবাই ভালো আছেন। কিছু দরকারী টিপস দেবো বলে অনেক দিন পরে লিখতে বসলাম। আশা করছি কাজে দেবে। আগামী কাল সকাল থেকেই শুরু হয়ে যাবে রেজাল্ট দেখার প্রতিযোগীতা। কেউ গুগলো সার্চ দেবে, কেউ সরকারী ওয়েব সাইটে খুঁজে বেড়াবে আবার কেউ কেউ অন্য উপায়ে রেজাল্ট দেখার চেষ্টা করবে। এমনিতেই সবার মাথায় টেনশন থাকবে বলে রেজাল্ট দেখার সকল নিয়ম হয়তো অনেকেই ভুলে যায়। ভুলে গেলেও আজ আমি আপনাদের সকল নিয়মগুলো মনে করিয়ে দেয়ার চেষ্টা করছি। লেখাটা শেষ পর্যন্ত পড়ুন আর প্রয়োজনে এই পোষ্টটি আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করে রাখুন। তাহলে ভুলে যাওয়ার কোন চান্স থাকবে না। চলুন কথা না বাড়িয়ে নিয়মগুলা জেনে নেয়া যাক। এস এস সি রেজাল্ট ২০১৯ দেখার ৫টি উপায় ১। ফেসবুকের মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম। ২। বেসরকারী ওয়েবসাইট Resultkit.com থেকে রেজাল্ট দেখার নিয়ম। ৩। Educationboard.gov.bd সরকারী ওয়েব সাইট থেকে রেজাল্ট দেখার নিয়ম। ৪। Eboardresult.com সরকারী ওয়েব সাইট থেকে রেজাল্ট দেখার নিয়ম। ৫। SMS -এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম। চলুন রেজাল্ট দেখার ৫টি নিয়ম বিস্তারিত দেখি ১। ফেসবুকের মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম।...
ব্রন থেকে বাঁচতে নিচের টিপস গুলো অনুসরন করুন —ব্রণ হলে একেবারেই আচার খাবেন না। তবে মিষ্টি চাটনি খেতে পারেন —বেশি পরিমাণে নিরামিষ খাবার খান। আমিষ খাবার যতটা সম্ভব না খাওয়ার চেষ্টা করুন। — ডেইরি প্রোডাক্টসের মধ্যে হরমোনাল উপাদান বেশি পরিমাণে থাকে বলে তা খু হজে রক্তের সঙ্গে মিশে যায়। এই কারণেই পনির, দুধ কম খান। —কোল ড্রিংকস খাওয়া একেবারেই বন্ধ করে দিন। —খুব বেশি পরিমাণে পানি খান। দিনে যদি দু লিটার পানি খেতে পারেন তা আপনার স্বাস্থ্য এবং ত্বকের ক্ষেত্রে ফলদায়ক হবে। পানি বেশি খাওয়ার ফলে শরীর থেকে পিত্ত বেরিয়ে যাবে। আপনি ব্রণের সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। —আয়ুর্বেদের মতে অতিরিক্ত ক্রোধের ফলে শরীরে পিত্ত সঞ্চিত হয়। তাই ক্রোধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। ব্রন দূর করবে নিম — ব্রন সমস্যাকে খুব সহজ ঘরোয়া উপায়ে মেটানো সম্ভব৷চা পাঁচটা নিমপাতা ভালো করে ধুয়ে এর মধ্যে এক চামচ মূলতানি মাটি, অল্প গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটা যদি গাঢ় হয়ে যায় তাহলে ওর মধ্যে গোলাপজল মিশিয়ে নিন। মুখে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিন। আমাদের ত্বকের তৈল গ্রন্থি ব্যাটেরিয়া দ্বারা আক্রান্...
Narration শেখার সহজ নিয়ম - বক্তা যাহা বলে তাহাই narration বা উক্তি। Narration দুই প্রকার : 1.Direct Narration 2.Indirect Narration - Direct Narration: যখন কোন কথা কে পরিবর্তন না করে অবিকল সে ভাষাই ব্যক্ত করা হয় তখন তাকে Direct Narration বলে। ইহাকে inverted commas এর মধ্যে রাখা হয়। - Inverted commas এর ভিতরের অংশে বক্তা তার বক্তব্য উদ্ধৃতি করে আর একে Reported Speech বলে। বক্তার বক্তব্যে বাইরের verb কে reporting verb বলে। - Indirect Narration: যখন কোন কথা কে পরিবর্তন করে সে ভাষা ব্যক্ত করা হয় তখন তাকে Indirect Narration বলে। - *****Narration পারতে হলে জানতে হবে। 1. Sentence চেনার উপায় । 2. Sentence এর পরিবর্তন । 3. Person এর পরিবর্তন । 4. Verb এর পরিবর্তন । - ***1. Sentence চেনার উপায় । 1.Assertive= Subject প্রথমে থাকলে । যেমন: Tanvir Anam is my son. - 2.Interrogative=Wh Question +Auxiliary Verb অথবা Auxiliary Verb প্রথমে থাকলে । শেষে ? যেমন: Where are you going ? Are you eating? - 3.Imperative=Present Form, Don't/Never +Present Form, Please,Ki...
Comments